বিরাট কোহলির বিরাট সম্মান, বিশ্ব তারকাদের সাথে তাঁরও মূর্তি মাদাম তুসোয়

NBlive অপরাজিতা জোয়ারদারঃ শীঘ্রই দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে উন্মোচিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি। শচিন তেন্ডুলকর, কপিল দেব, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশাপাশি বিরাটের মুর্তি খুব শীঘ্রই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই মিউজিয়ামের। ক্রিকেট জগতে বিরাটের নজির গড়ার শুরু ২০০৬ সাল থেকেই। ২০০৮ সাল, মালয়েশিয়ায় অনুর্ধ ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের জয় এসেছিল বিরাটের হাত ধরেই।

এর কিছুদিন পরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই তে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় তাঁর। বর্তমানে তিনি রয়্যাল চ্যালাঞ্জারস ব্যাঙ্গালোর হয়ে আইপিএল খেলেন ও ২০১৩ থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। অর্জুন পুরস্কার, আই সি সি ওয়ার্ল্ড ক্রিকেটার অফ ২০১৭, বিসিসিআই ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার ২০১১-১২, ২০১৪-১৫, ২০১৫ -১৬ সহ গত বছরই পদ্মশ্রী খেতাবেও সম্মানিত হয়েছেন তিনি। এদিন লন্ডন থেকে মাদাম তুসোর এক্সপার্ট টিম এসে পৌঁছয় বিরাটের অকৃত্রিম মুর্তি বানানোর জন্য প্রয়োজনীয় প্রায় ২০০ রকমের মাপযোক নিতে।

দিল্লির এই মিউজিয়ামে তাঁর অন্তর্ভুক্তি প্রসঙ্গে উচ্ছ্বসিত বিরাট জানালেন, মাদাম ত্যুসোর পক্ষ থেকে তার মোমের মূর্তি বানানো ভীষণ সম্মানের বিষয়। এই “লাইফটাইম মেমোরি ” দেওয়ার জন্য ধন্যবাদ জানান বিরাট। মার্লিন এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার তথা ডিরেক্টর অন্সুল জৈন বলেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলীর মোমের মূর্তি এই মিউজিয়ামের ২৩ তম আকর্ষণ হতে চলেছে যা শিহরিত করেছে তার সমস্ত গুণমুগ্ধদের। বিরাট ভারতের প্রত্যেকটি মানুষের মন জয় করেছেন ও সম্মান অর্জন করেছেন। তাই তিনিই যথার্থ পছন্দ এই মূর্তির জন্য। বিশ্ববাসীর দেখা সেরা ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। গ্ল্যামার, স্পোর্টস, ইতিহাস, রাজনীতি জগতের নানা বিশিষ্ট ব্যক্তির মূর্তি একই ছাদের তলায় আনতে পেরেছে দিল্লির মাদাম তুসো।

এবারে বিরাটের অন্তর্ভুক্তি বিশেষ আকর্ষণীয় বিষয় হয়ে উঠবে সকলের কাছে। প্রায় ১৫০ বছর ধরে মাদাম তুসোর শিল্পীদের নৈপুণ্যে তাদের সেরা শিল্পকর্ম গড়ে উঠছে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের অবিকল মূর্তি গড়তে তাদের স্কিন টোন, চুল, চোখের সূত্র ধরে নিখুঁত রঙ-এর প্রলেপ দেওয়া হয়। অবিশ্বাস্য রিয়ালিস্টিক এই স্ট্যাচুগুলো প্রায় দুই দশক ধরে মোহিত করে রেখেছে বিশ্ববাসীকে।

Exit mobile version