Archiveরায়গঞ্জ

বিজেপির ডাকা ধর্মঘটে এখনও স্বাভাবিক রায়গঞ্জ

NBlive রায়গঞ্জঃ ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘন্টার ধর্মঘটে এখনও পর্যন্ত তেমন প্রভাব দেখা গেলোনা রায়গঞ্জে। সরকারি বাস চলাচল করছে। দূরপাল্লার গাড়ি গুলিও সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো থেকে চালু হয়েছে। এদিকে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন কড়া পুলিশি প্রহরা দেখা গিয়েছে শহরে। তবে সরকারি বাস চলাচল করলেও যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম ছিল এদিন সকালে। মহরমের সরকারি ছুটি থাকার কারণে সরকারি দপ্তর বন্ধ থাকায় যাত্রী সংখ্যা কিছুটা কম রয়েছে বলে ধারণা গাড়ি চালকদের। এদিকে বেসরকারি পরিবহনও এদিন চলাচল করতে দেখা গিয়েছে। দোকানপাট-বাজারঘাট খুলতে দেখা গিয়েছে। সকাল ৭টা পর্যন্ত কোনও পিকেটার্সকে রাস্তায় নামতে দেখা যায়নি। তবে তারপরেই বিজেপির জেলা কার্যালয়ের সামনে বাস আটকে দেওয়ার ছবি ধরা পড়ে। বিজেপির কর্মী সমর্থকেরা সরকারি বেসরকারি যানবাহন চলাচলে বাধা প্রদান করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related News

Back to top button