Archiveরায়গঞ্জ

বিকাশকে খুন করেছে বিজেপি – অভিযোগ অমলের, গোষ্ঠীদ্বন্দ্ব বলছে বিজেপি

 

NBlive রায়গঞ্জঃ তৃণমূল কর্মী বিকাশ মজুমদারকে পরিকল্পিত ভাবে খুন করেছে বিজেপি। ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে সরিয়ে দেওয়ার জন্যই পরিকল্পিত ভাবে বিজেপি এই খুন করেছে বলে অভিযোগ করলেন তৃণমূলের জেলা সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বিকাশ মজুমদার ওরফে মাধু বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। ওই এলাকায় মাধুর ভালো সুনাম ছিল। তিনি আরও বলেন, কংগ্রেস ও বাম জমানাতেও এমন খুন জখম দেখিনি। বামপন্থীরা ক্ষমতায় থেকেও এই ধরণের খুন,  রাজনৈতিক হত্যা করতে দেখিনি। বিজেপি আসার পর থেকেই এই ঘটনা বাড়ছে।

এদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পালটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে এই ঘটনার জন্য দায়ী করেছেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে তৃণমূলের মূল সংগঠনের নেতৃত্বের সাথে যুব তৃণমূল সংগঠনের কাজিয়ার বহিঃপ্রকাশের জের এই খুন। বিজেপি যদি খুন বা সন্ত্রাসের রাজনীতি করত তাহলে উত্তর দিনাজপুর জেলার সবকটি পঞ্চায়েত দখল করত। 

উল্লেখ্য, শুক্রবার সন্ধারাতে ইটাহারে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী বিকাশ মজুমদার ওরফে মাধুর (৫১)। রাস্তার পাশে জখম অবস্থায় বিকাশ বাবুকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে জানা যায় তাঁর মাথায় গুলি লেগেছে। এরপরেই আশঙ্কাজনক অবস্থায় বিকাশ বাবুকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে তাঁর মৃত্যু হয়।

Related News

Back to top button