Archiveরায়গঞ্জ

বসন্ত বৃষ্টিতে ভিজছে রায়গঞ্জ, ছাতা নিয়ে সরস্বতী আরাধনার প্রস্তুতি

 

NBlive রায়গঞ্জঃ শনিবার বসন্ত পঞ্চমী। বাগদেবীর আরাধনায় মাতবে সারা বাংলা। তার আগাম প্রস্তুতি শুরু হয়েছে গত কয়েকদিন থেকেই। কিন্তু শেষবেলায় এসে বাধ সাধল অকাল বর্ষণ। শুক্রবার বিকেল থেকেই রায়গঞ্জ শহর সহ গোটা জেলা জুরেই টিপটিপ বৃষ্টি। প্রতিমা আনয়নের প্রাকমুহুর্তে এমন দুর্যোগে মাথায় হাত শহরবাসীর।

 

কপালে চিন্তার ভাঁজ প্রতিমা বিক্রেতাদেরও। পলিথিনে মুড়ে কোনক্রমে বাগদেবীকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। শহরের বিদ্রোহী মোড়, মোহনবাটি এলাকায় ফুটপাতে সারি সারি পলিথিন মোড়া সরস্বতী। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়েই আরাধ্য দেবীকে ঘরে নিয়ে যেতে দেখা গেল গৃহস্থ, অভিভাবক ও পড়ুয়ার দলকে। হোক না বসন্তে বৃষ্টি। তবু কাল বসন্ত পঞ্চমী তো।

 

Related News

Back to top button