বন্ধ রায়গঞ্জ হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা, বিপাকে রোগীরা

NBlive রায়গঞ্জঃ বৈদ্যুতিক গোলযোগের জেরে বেশ কয়েকদিন থেকে বন্ধ রায়গঞ্জ হাসপাতালের সিটি স্ক্যান বিভাগ। ফলে চরম বিপাকে রোগী ও তাঁদের আত্মীয়রা। বাধ্য হয়ে মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে হচ্ছে বেসরকারি ল্যাবে। বাড়তি টাকা খরচের বোঝা চাপছে রোগীর পরিজনদের উপর। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ সৃষ্টি হয়েছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনদের মধ্যে। এই পরিষেবা কবে থেকে পুনরায় চালু করা সম্ভব হবে সেই বিষয়ে বলতে পারছেন না ওই বিভাগে কর্মরত কর্মীরা। হাসপাতাল সুপারের দাবি, তবে হাসপাতাল সুপার জানিয়েছেন,বিদ্যুতের কেবল খারাপ হয়ে যাওয়ায় দুই দিন থেকে সিটি স্ক্যান বন্ধ রাখা হয়েছে।পূর্তদপ্তরের বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে।যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে দুই এক দিনের মধ্যেই সিটি স্ক্যান পরিষেবা চালু করা যাবে।

 

Exit mobile version