Archiveরায়গঞ্জ

বন্ধু ও তার মায়ের প্রহারে মৃত কিশোর, অভিযোগ রায়গঞ্জে

NBlive রায়গঞ্জঃ বন্ধু ও বন্ধুর মায়ের মারে মৃত্যু হলো এক কিশোরের। এমনই অভিযোগ উঠেছে রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ দাসপাড়া এলাকায়। মৃত কিশোরের নাম গোপাল দাস ( ১৪) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃত কিশোরের বন্ধু বিনোদ হালদার ও তার মায়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত কিশোরের মা শেফালী দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, , বৃহস্পতিবার বিকেলে সুভাষগঞ্জ দাসপাড়া এলাকায় দুই কিশোর গোপাল দাস ও বিনোদ হালদার খেলছিল। খেলাচ্ছলেই বিনোদ গোপালের পরনের প্যান্ট খুলে দিলে লজ্জা ঢাকতে সাথে সাথে পাশের পুকুরে ঝাঁপ দেয় গোপাল। অভিযোগ, এরপর গোপালকে লক্ষ্য করে পুকুরেই পাথর ছূঁড়তে থাকে বিনোদ। বেশ কিছুক্ষণ বাদে বিনোদ এলাকা ছেড়ে গেলে গোপাল বিনোদের বাড়িতে অভিযোগ জানাতে গেলে উলটে বিনোদ ও তার মা গোপালকে ধরে মারধর করে বলে অভিযোগ।

মৃত কিশোর গোপালের মা শেফালী দাসের দাবী, রাতে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গোপালকে। সেখানেই প্রাণ ত্যাগ করে সে। শুক্রবার রায়গঞ্জ থানায় কিশোর বিনোদ হালদার ও তার মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শেফালী দাস।

Related News

Back to top button