Nblive রায়গঞ্জঃ ফের বদল করা হলো উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার। মাত্র কয়েকমাস আগেই পুলিশ সুপার শ্যাম সিংহকে বদলি করে উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার পদে আনা হয়েছে অনুপ জয়সওয়ালকে। কিন্তু এরই মাঝে ফের একবার বদলি করা হলো তাঁকে অনুপ জয়সওয়ালকে পাঠানো হলো এসএস সিআইডিতে। এদিকে কলকাতার ডিসি ট্রাফিক সুমিত কুমারকে করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার নয়া পুলিশ সুপার।