ফের দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী, প্রাথমিক চিকিৎসা করলেন ব্লক যুব তৃণমূল সভাপতি

NBlive রায়গঞ্জঃ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ভাটোলমোড় এলাকায়।

আহত ওই ছাত্রের নাম অনিত বর্মন। সে রায়গঞ্জের মহীপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, অনিতের পরীক্ষা কেন্দ্র ছিল মহারাজাহাট হাইস্কুলে। এদিন পরীক্ষা শেষে সহপাঠিনীকে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিল অনিত।

সেই সময় সামনের দিক থেকে আসা একটি মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় অনিতের পায়ে চোট লাগে। এদিকে দুর্ঘটনাস্থলের অদূরেই ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নেতৃত্বে একটি শিবিরের আয়োজন করেছিল ব্লক যুব তৃণমূল কংগ্রেস। ঘটনার খবর পেয়েই অনিতের প্রাথমিক চিকিৎসা করার জন্য এগিয়ে আসেন আলতাব হোসেন। চিকিৎসা করানোর পরে পুলিশের গাড়িতে বাড়ি পাঠানো হয় আহত ছাত্রকে।

Exit mobile version