Nblive অপরাজিতা জোয়ারদারঃ প্রয়াত হলেন ৭০ -৮০ -র দশকের রোমান্টিক হিরো শশী কাপুর। “দিওয়ার” ছবির বিখ্যাত সংলাপ “মেরে পাস মা হ্যায় ” মুখে মুখে ঘোরে তার ফ্যানদের। দীর্ঘদিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ৭৯ বছর বয়সে জীবনাবসান হল তাঁর। ১৯৩৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা ছিলেন পরিচালক ও প্রযোজক পৃথ্বীরাজ কাপুর।
১৭৫ টির বেশি ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। ২০১১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হন তিনি। “আগ”, “আওয়ারা” সহ বেশ কয়েকটি ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ১৯৬১ সালে “ধরমপুত্র ” ছবিতে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর “দিওয়ার”,”সত্যম শিবম সুন্দরম”, “রাজা সাহাব”,”পাপ পুণ্য” “কভি কভি”, “জব জব ফুল খিলে” সহ নানা ছবিতে তার অভিনয় বলিউডে সারা ফেলেছিলো । এছাড়াও “হাউজহোল্ডার”, “শেক্সপিয়ারওয়ালা” বেশ কয়েকটি ইংরেজি ভাষার ছবিতেও অভিনয় করেন তিনি। ইংলিশ সিনেমার অভিনেত্রী জেনিফার ক্যান্ডালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
তাঁর দুই ছেলে কুনাল ও করণ এবং একমাত্র মেয়ে সঞ্জনা। বেশ কয়েক বছর থেকেই অসুস্থ ছিলেন শশী কাপুর। বাইপাস সার্জারি ও চেষ্ট ইনফেকশনে দীর্ঘদিন থেকেই ভুগছিলেন তিনি। এদিন মুম্বাই এর কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বর্ণযুগের এই রোমান্টিক স্ক্রিন আইকনের মৃত্যুতে শোকাহত বলিউড সহ গোটা দেশ।