Archiveবিনোদন

প্রয়াত শশী কাপুর, শোকাহত বলিউড

Nblive অপরাজিতা জোয়ারদারঃ প্রয়াত হলেন ৭০ -৮০ -র দশকের রোমান্টিক হিরো শশী কাপুর। “দিওয়ার” ছবির বিখ্যাত সংলাপ “মেরে পাস মা হ্যায় ” মুখে মুখে ঘোরে তার ফ্যানদের। দীর্ঘদিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ৭৯ বছর বয়সে জীবনাবসান হল তাঁর। ১৯৩৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা ছিলেন পরিচালক ও প্রযোজক পৃথ্বীরাজ কাপুর।

১৭৫ টির বেশি ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। ২০১১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হন তিনি। “আগ”, “আওয়ারা” সহ বেশ কয়েকটি ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। ১৯৬১ সালে “ধরমপুত্র ” ছবিতে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর “দিওয়ার”,”সত্যম শিবম সুন্দরম”, “রাজা সাহাব”,”পাপ পুণ্য” “কভি কভি”, “জব জব ফুল খিলে” সহ নানা ছবিতে তার অভিনয় বলিউডে সারা ফেলেছিলো । এছাড়াও “হাউজহোল্ডার”, “শেক্সপিয়ারওয়ালা”  বেশ কয়েকটি ইংরেজি ভাষার ছবিতেও অভিনয় করেন তিনি। ইংলিশ সিনেমার অভিনেত্রী জেনিফার ক্যান্ডালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

তাঁর দুই ছেলে কুনাল ও করণ এবং একমাত্র মেয়ে সঞ্জনা।  বেশ কয়েক বছর থেকেই অসুস্থ ছিলেন শশী কাপুর। বাইপাস সার্জারি ও চেষ্ট ইনফেকশনে দীর্ঘদিন থেকেই  ভুগছিলেন তিনি। এদিন মুম্বাই এর কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বর্ণযুগের এই রোমান্টিক স্ক্রিন আইকনের মৃত্যুতে শোকাহত বলিউড সহ গোটা দেশ।

Related News

Back to top button