NBLIVE রায়গঞ্জঃ প্রয়াত রায়গঞ্জের অন্যতম নাট্যব্যক্তিত্ব সুধাংশু দে। শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহরের প্রবীণ এই নাট্যব্যক্তিত্ব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬।
সোমবার সকাল ১০ টা শিলিগুড়ির বেসরকারি নার্সিং হোমে মৃত্যু হয় তাঁর। সোমবার বিকেলে মরদেহ পৌঁছবে রায়গঞ্জে।
দীর্ঘদিন ষ্টেট ব্যাঙ্কে কর্মরত ছিলেন সুধাংশু দে। জেলার মানুষের কাছে তথা নাট্যজগতে সুধাদা বলেই খ্যাত ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই রায়গঞ্জ শহর জুড়ে শোকের পরিবেশ। শোকার্ত শহরের নাট্যপ্রেমী মানুষেরাও।