Nblive রায়গঞ্জঃ পূজা মানেই শুধু ঠাকুর দেখা নয়, পূজা মানে আবার বেড়িয়ে পড়া দূর দেশে। ঠিক এই ভাবনাকে মাথায় রেখেই পূজার ছুটি শুরু হতেই ওঁরা বেড়িয়ে পড়েছিলেন প্রকৃতিকে স্পর্শ করতে। শহরের দূষণ, কোলাহলকে সরিয়ে রেখে ১১ জন প্রকৃতি প্রেমী যাত্রা শুরু করেছিলেন অন্নপূর্ণা সার্কিট ট্রেকিং-এর উদ্দেশ্যে।
১৪ দিনের এই যাত্রা পথে নেপালের চামে থেকে শুরু হয়েছিল ১১ পর্বতারোহীদের পথ চলা। কিলোমিটারের পর কিলোমিটার পাহাড়ি রাস্তায় পায়ে হেটে ধীরে ধীরে পিসাং, মানাং, ৫৪১৬ মিটার উঁচু থোরাং লা পাস অতিক্রম করে ট্রেকারদের দল পৌঁছায় অন্নপূর্ণার পাদদেশে।
পাহাড়ের নির্জনতায় নিজেদের হৃদকম্পনের প্রতিধ্বনি উপলব্ধি করা দলটি নেমে আসে মুক্তিনাথের পথে। দুরন্ত এই অভিযানের পথপ্রদর্শক ছিলেন গৌর শঙ্কর মিত্র। প্রায় ১৪ দিনের এই সুহানি সফর শেষে শহরের কোলাহলের মাঝে ফিরে এসে শনিবার সেই তরতাজা কিছু স্মৃতির স্বাদ ছড়িয়ে দিলেন শহরের মনে।