Archiveবিনোদন

প্রকাশ্যে এলো অভিনেতা ইরফান খানের অসুস্থতার কারণ, কোন বিরল রোগে আক্রান্ত তিনি?


NBlive অপরাজিতা জোয়ারদারঃ অবশেষে প্রকাশ্যে এলো অভিনেতা ইরফান খানের অসুস্থতার কারণ। দীর্ঘ বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর আসছিল তাঁর। প্রায় এক মাস আগে বিশাল ভারদ্বাজ ফেসবুকে পোস্ট করেন, দিপীকা পাডুকোন ও ইরফান খানের সাথে তার নতুন প্রোজেক্ট-এর সময় পরিবর্তন হচ্ছে।

কারণ হিসেবে জানানো হয় দুই কলাকুশলীর শারীরিক অসুস্থতা। যদিও সেই সময় জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন ইরফান। এরপর কয়েক সপ্তাহ আগেই ইরফান তাঁর ফ্যানদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের গুরুতর রোগে আক্রান্ত হওয়ার ইঙ্গিত দেন। ইরফানের স্ত্রী সুতপা শিকদারও সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামীকে “ওয়ারিয়র” হিসেবে আখ্যা দেন। আর তাঁর ফ্যানদের ইরফানের সুস্থতার কামনা করার জন্য ধন্যবাদ জানান।

 

কিন্তু কী রোগে আক্রান্ত হয়েছিলেন ইরফান তা জানতে উৎকন্ঠায় ভুগছিলেন তার অগণিত গুণমুগ্ধরা। অবশেষে শুক্রবার নিজের রোগের কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন ইরফান। এদিন তিনি ট্যুইট করে নিজের ‘রেয়ার ডিজিজ ‘ এর নাম জানালেন – নিউরোএন্ডোক্রাইন টিউমার। তবে এটি মস্তিস্কজনিত রোগ নয় বলেও জানান তিনি । চিকিৎসার জন্য বিদেশ পাড়ি দিচ্ছেন ইরফান। তাই নিজের ফ্যানদের উদ্দেশ্যে তার সুস্থতার জন্য প্রার্থনা করার কথাও বলেন তিনি। নিউরোএন্ডোক্রাইন বা নেট আসলে অ্যানরমাল টিস্যু গ্রোথ।

যা হরমন তৈরি করা নার্ভ সেলে বেড়ে ওঠে। মূলত অন্ত্রে এই ধরনের টিউমার হওয়ার প্রবণতা থাকলেও, ফুসফুস, প্যানক্রিয়াস সহ শরীরের যেকোনো অংশে হতে পারে এটি। যদিও যেকোনো টিউমার ম্যালিগনেন্ট হলেই তা সমস্যার কারন হয়ে উঠতে পারে। তাই ইরফানের সুস্থতার কামনা করে চলেছেন তার গুণমুগ্ধরা।

Related News

Back to top button