Nblive রায়গঞ্জঃ মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হলো স্বাগতা মুখার্জীর গাওয়া সাতটি বাংলা আধুনিক গানের অ্যালবাম “সাদা মেঘের খাম”।এদিন বিকালে অ্যালবামটি প্রকাশ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সেন।উপস্থিত ছিলেন অ্যালবামের ডিরেক্টর ও সুরকার বিশ্বরূপ ঘোষ দস্তিদার সহ ইউনিটের সকল সদস্য।নিজের প্রথম অ্যালবাম প্রকাশিত হওয়ার মূহূর্তে উচ্ছ্বসিত ছিল নবাগত শিল্পী স্বাগতা মুখার্জী।মিউজিক ইন্ডাস্ট্রিতে সদ্য পা রাখা অষ্টাদশীর দোড়গোড়ায় দাড়িয়ে থাকা স্বাগতা জানালো,বিশ্বরূপ স্যরের সুর নির্দেশনায় প্রথম কাজ।স্যরের নির্দেশ মতো চেষ্টা করেছি ভাল কাজের।সকলের ভাল লাগলে সেটাই হবে কাজের সার্থকতা।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার বাসিন্দা স্বাগতা ছোটবেলা থেকেই গানের দুনিয়ায় একের পর এক সাফল্যের অধিকারী।চার বছর বয়সে মা সোমা মুখার্জীর কাছে গানের হাতেখড়ি।এরপর দুই পিসি মৈসুমী গুহ ও সুব্রতা ভট্টাচার্য্যের পাশাপাশি সুকুমার ঘোষের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম শুরু।রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাগুরু রায়গঞ্জের পার্থ সরকার।১৩ বছর বয়স থেকে কলকাতায় ললিতকলায় গুরুজি জয়ন্ত সরকারের কাছে গানের তালিম নেওয়া শুরু করে স্বাগতা।
মুরারী স্মৃতি সঙ্গীত সম্মিলনী আয়োজিত সর্বভারতীয় সঙ্গীত প্রতিযোগিতায় ২০১৪ সালে নজরুলগীতি,২০১৫ সালে রবীন্দ্রসঙ্গীতে সেরা প্রতিযোগির শিরোপা অর্জনকারী স্বাগতা ২০১৭ সালে ওই প্রতিযোগিতায় অনুর্ধ১৮ বিভাগে লোকগীতিতে প্রথম স্থান পায়।ওই বছর একটি বেসরকারি টিভি চ্যানেলে লোকগানের রিয়ালিটি শো’তে অংশ নিয়ে চ্যাম্পিয়ান হয় স্বাগতা।আর এই রিয়ালিটি শো এ স্বাগতার পারফরমেন্স নজর কাড়ে বিশিষ্ট সুরকার বিশ্বরূপ ঘোষ দস্তিদারের।যার ফলশ্রুতি এই অ্যালবাম “সাদা মেঘের খাম”।
ডিরেক্টর বিশ্বরূপ ঘোষ দস্তিদার জানালেন,বাংলা আধুনিক গানের পুরানো ধারা ফিরিয়ে আনতে এই প্রয়াস।উত্তরবঙ্গের মেয়ে স্বাগতা যথেষ্ট প্রতিশ্রুতিবান।আগামিতে স্বাগতার কন্ঠ ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেবে।গানের কথাগুলো লিখেছেন শৌভিক ঘোষ,ঐন্দ্রিলা-সপ্তর্ষি,একটি গান বিশ্বরূপবাবুর নিজের লেখা।অ্যালবামের টাইটেল গান “চুপি চুপি ছুড়ে দিলাম সাদা মেঘের খাম” ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।
অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উদ্বোধক ইন্দ্রানী সেন বলেন,বিশ্বরূপবাবুর সুরে প্রচুর গান ইন্ডাস্ট্রিতে ভাল জায়গা পেয়েছে।নতুন শিল্পীদের তুলে আনার যে প্রয়াস তিনি নিয়েছেন তাকে স্বাগত।এমন একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রন জানানোয় খুশী আমি।অ্যালবামের সাতটি গান নিয়েই আশাবাদী নবাগত শিল্পী স্বাগতা মুখার্জী।ভিন্ন ভিন্ন স্বাদের গান শ্রোতাদের কাছে গ্রহনযোগ্য হবে বলে আশাবাদী স্বাগতা।এক নতুন অভিজ্ঞতা।অনেক কিছু শিখেছি বিশ্বরূপ স্যরের কাছ থেকে যা আগামিতে এগিয়ে যেতে সাহায়্য করবে।সকলের আর্শীবাদে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীনি স্বাগতা গান নিয়ে এগিয়ে যেতে চায়।