Archiveরায়গঞ্জ

পুনর্নির্বাচনেও অশান্তির খবর, লাঠিচার্জ চোপড়ায়

NBlive চোপড়াঃ পুনর্নির্বাচন অশান্তি অব্যাহত উত্তর দিনাজপুর জেলায়। চোপড়া ব্লকের কুমারটোল ও গোয়ালপোখর ১ ব্লকের নন্দঝাড় এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার পুলিশ।

জানা গেছে, নন্দঝাড় এলাকায় বহিরাগত দুষ্কৃতীরা জমায়েত হয়ে তান্ডব চালানোর পরিকল্পনা নিচ্ছিল। সেই সময়ই চোপড়া থানার পুলিশ লাঠিচার্জ করে দুষ্কৃতীদের এলাকা ছাড়া করে। ১৪ মে ভোটের দিনও নন্দঝাড় এলাকায় অশান্তির অভিযোগ ওঠে। আইনশৃঙ্খলার অবনতি ও ব্যালট পেপার বে আইনি ভাবে নিয়ে নেওয়ার রিপোর্ট জমা দেন ওই বুথের প্রিসাইডিং অফিসারেরা। এই অভিযোগের পরেই রাজ্য নির্বাচন কমিশন নির্দেশে পুনঃনির্বাচনের নির্দেশ দেয়।

এদিকে পুনর্নির্বাচন ভোটগ্রহণের শুরু থেকেই চোপড়া ব্লকের কুমারটোল এলাকায় দুটি বুথের বিরোধী দলের ভোটারদের গ্রামেই আটকে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মারধর করারও। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Related News

Back to top button