ওয়েব ডেস্কঃ উত্তরবঙ্গের পর্যটনের সম্ভাবনাময় এলাকাগুলিতে হোম স্টে ট্যুরিজমকে আরও আর্কষণীয় করে তুলতে আজ শিলিগুড়িতে Bed & Breakfast স্কিম নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব,কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর(পূর্ব) জে-পি-সাউ,বিভিন্ন ট্যুর অপারেটর ও হোম স্টে ট্যুরিজমের সাথে যুক্ত ব্যবসায়ীরা। বিভিন্ন রাজ্যে হোম স্টে ট্যুরিজমে ব্যাপক সাড়া পড়লেও এরাজ্যে তেমন চাহিদা নেই। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এরাজ্যে পর্যটনের অন্যতম মুখ হয়ে উঠুক হোম স্টে ট্যুরিজম। তাই পর্যটকদের কাছে আরও চাহিদা বাড়াতে ও আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নে এবার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের Bed & Breakfast স্কিমের মাধ্যমে এই হোম স্টে ট্যুরিজমকে আরও আর্কষণীয় করার ব্যাপারেই এদিন আলোচনা হয়। যেসব পর্যটক হোম স্টে ব্যবস্থা ব্যাবহার করছেন তাদের কাছে বেড ও একই সাথে সকালের খাওয়ার পৌছে দেওয়ার প্রকল্প যুক্ত হয়েছে এই স্কিমে। যেসকল বাড়ি মালিক এই স্কিমে রাজ্য পর্যটন দপ্তরের ওয়েবসাইটে তাদের নাম নথিভুক্ত করবেন তাদের আগামী ৫ বছর বাড়ির বিদ্যুৎ বিলের সাথে কর বাবদ যে অর্থ নেওয়া হয় তা রিফান্ড করে দেওয়া হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। পাশাপাশি আগামীতে কালিম্পং,কার্শিয়াং ও ডুয়ার্সেও এই স্কিম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।