Archiveরায়গঞ্জ

পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক রায়গঞ্জে, ঘটনাস্থলে পুলিশ

NBlive রায়গঞ্জঃ পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক রায়গঞ্জে। প্লাস্টিক ব্যাগে মোড়ানো সন্দেহজনক বোমাকে ঘিরে আতঙ্ক রায়গঞ্জ থানার রূপাহার গ্রামের বাগানপাড়া গ্রামে। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা সূর্য কুমার রায় রবিবার সকালে বাড়ির চালা ঠিক করতে গিয়ে ওই প্লাস্টকের ব্যাগটি দেখতে পান। বাইরে থেকে দেখে বোমা সন্দেহ হতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

ঘটনা গ্রামে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বাসিন্দাদের মধ্যে। এরপরেই ওই পরিত্যক্ত ব্যাগটিকে উদ্ধার করার জন্য রায়গঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করেন তাঁরা। পুলিশ সন্দেহজনক ওই প্লাস্টিকের ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে ঘটবার তদন্ত শুরু করেছে।

এদিকে সূর্য কুমার রায়ের বাড়ির চালে ওই পরিত্যক্ত ব্যাগটি কী করে পৌঁছাল সেই বিষয়ে জল্পনা শুরু হয়েছে গ্রামে। যদিও সূর্য বাবুর দাবী, ওই পরিত্যক্ত ব্যাগটির সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাঁর সন্দেহ, দুষ্কৃতীরা হয়ত তাঁর বাড়ির চালে ব্যাগটি রেখে গিয়েছে।

Related News

Back to top button