Archiveরায়গঞ্জ

পথ দুর্ঘটনায় মৃত এক, তোলাপাড় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে

 

 

NBlive রায়গঞ্জঃ পথ দুর্ঘটনায় মৃত এক রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বীরনগর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, স্থানীয় কাউন্সিলার সহ এলাকার বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম প্রশান্ত বসাক। তিনি একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মৃতের পরিজন ও এলাকার বাসিন্দাদের অভিযোগ, রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের কলবুকের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় প্রশান্ত বাবুর। দুর্ঘটনার সময় চিকিৎসক ওই গাড়িতে থাকলেও দুর্ঘটনাগ্রস্থ ওই ব্যক্তিকে উদ্ধার না করার অভিযোগও উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এদিকে হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ওই চিকিৎসককে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। চিকিৎসকের টেবিলের কাচও ভাঙচুর করা হয়। পরে রায়গঞ্জ থানার পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়।

 

 

Related News

Back to top button