NBlive ইসলামপুরঃ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের অশান্তি উত্তর দিনাজপুরে। বিজেপি প্রার্থী ও তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ইসলামপুর থানার রামগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর বুথ এলাকায়।
আহত অবস্থায় বিজেপি প্রার্থী দীপালি রাউতের স্বামীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ইসলামপুরের রামগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর বুথের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী দীপালি রাউত ও তাঁর স্বামী ভোটের প্রচারে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগাচ্ছিলেন। অভিযোগ, সেসময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের মেরে ফেলার হুমকি দেয়।
এরপর এদিন সকালে দীপালি দেবীর স্বামী রামগঞ্জ বাজারে যাবার পথে দুষ্কৃতীদের হাতে গুরুতর ভাবে আহত হন। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। আহত অবস্থায় প্রার্থীর স্বামীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।