নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণজোড়ায় ডিভাইডারের উপরে গাড়ি, পথ অবরোধ স্থানীয়দের

NBlive রায়গঞ্জঃ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল বালুরঘাট-রায়গঞ্জগামী একটি ছোট চারচাকা গাড়ি। ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও অল্প আহত হয়েছেন দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কর্ণজোড়া মেইন গেট এলাকায় রাস্তায় আলোকস্তম্ভ না থাকার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে এলাকা। ফলে ছোটখাট দুর্ঘটনা রোজই লেগে থাকে। আজও একই ঘটনা ঘটেছে। রাস্তায় অন্ধকার থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে যায়।

ঘটনায় ওই গাড়ির চালক অল্প আহত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে ওই এলাকায় আলোকস্তম্ভ বসানোর দাবীতে দুর্ঘটনার পরেই পথ অবরোধ করে স্থানীয়রা। খবর পেয়ে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শীঘ্রই আলোকস্তম্ভ বসানোর আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

Exit mobile version