NBlive রায়গঞ্জঃ নির্দল প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ রায়গঞ্জে। ঘটনা রায়গঞ্জ থানার ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার অভোরে। অভিযোগ, শনিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায়।
অভিযোগ, অভোর গ্রাম সংসদের নির্দল প্রার্থী হাসিম আলির বাড়িতে শনিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বাড়িতে ভাঙচুর। চালিয়ে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। রাতভর বোমা পিস্তল নিয়ে এলাকা দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।
এরপরেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে এলাকার প্রার্থী হাসিম আলি। এদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা তথা প্রার্থী আলতাব হোসেনের পালটা দাবী, নির্দল প্রার্থীরা নিজেদের মধ্যেই গণ্ডগোল করেছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে।