NBlive রায়গঞ্জঃ দশম শ্রেণিতে পাঠরত এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠল বিবাহিত যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রামে। নাবালিকা অপহরণের অভিযোগ দায়ের হয়েছে রায়গঞ্জ থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, মঙ্গলবার বিকেলে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহীগ্রামের বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী ব্যাঙ্কে এসেছিল টাকা তুলতে। অভিযোগ, ব্যাঙ্ক থেকে ফেরার পথে ওই গ্রামেরই যুবক মুকসেদুর রহমান বলপূর্বক ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়।
ওই নাবালিকার বাবা এদিন রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বলেন, তাঁর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে মুকসেদুর রহমান নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়। তাঁর অভিযোগ, অভিযুক্ত যুবক বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপরেই এদিন রায়গঞ্জ থানায় অপহরনের অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।