Archiveরায়গঞ্জ

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত

NBlive রায়গঞ্জঃ দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার জগদীশপুর এলাকায়। ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করল নাবালিকার পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, রায়গঞ্জ থানার সরিয়াবাদ এলাকার বাসিন্দা ওই নাবালিকা শনিবার আলতাপুর হাইস্কুল থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, নাগর বাসস্ট্যান্ডে পৌঁছতেই জামেরুল ইসলাম নামে তাঁর এক আত্মীয় জোড় করে মোটর বাইকে তুলে নিয়ে যায় ওই নাবালিকাকে।। এরপর ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

এদিন নির্যাতিতা ওই নাবালিকাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামেরুল ইসলাম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button