Archive
নদীতে ডুবে মৃত এক, নিখোঁজ তিন শিশু চোপড়ায়
Nblive চোপড়াঃ ডক নদীতে ডুবে মৃত এক শিশু। নিখোঁজ আরও তিন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চোপড়ার সোনাপুর গ্রামপঞ্চায়েতের গোঁয়াবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন দুপুরে ওই গ্রামের ৪ শিশু ডক নদীতে স্নান করতে যায়। আচমকা ওই শিশুরা জলে তলিয়ে যায়। এই খবর চাউর হতেই ছুটে আসে স্থানীয় মানুষজন।জমে যায় হাজারো কৌতুহলী মানুষ।স্থানীয়রা নদীতে নেমে এক জনের দেহ উদ্ধার করে। ওই শিশুর নাম সাব্বির আলম (৮)। যে সব শিশুদের এদিন সন্ধ্যা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ওদের নাম আমেরুল ইসলাম(৯) নওশাদ আলম (৮) সহ আরও একজন।ওদের সকলের খোঁজ চলছে। এদিন খবর পাওয়া মাত্র পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিস প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।