ধর্মঘটেও পাহাড়ি রাণীর প্রেমে পাগল পর্যটকরা
Nblive ওয়েব ডেস্কঃ মেঘের ভেলায় ভাসল শৈল শহর দার্জিলিং। মেঘ বৃষ্টির মায়াবী খেলায় মাতলেন পর্যটকরা। দেশের নানান প্রান্তের পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের ভিড়ও ছিল নজরকারা। ধর্মঘটের দিনটিকে বেশ ছুটির আমেজেই চুটিয়ে উপভোগ করলেন বাঙালি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও।
বৃষ্টিভেজা বাতাস গায়ে মেখে প্রিয়জনের সাথে পথ হাঁটা পাহাড়ের বাঁকে বাঁকে। চলতে চলতেই দেখা বৌদ্ধ ভিক্ষুর। হাসি মুখে পাশ কেটে যেতেই আস্ত এক ভাল্লুক। ভাল্লুক তো কী ! কুছ পরোয়া না করে ভাল্লুকের সাথেই চলল দেদার সেলফি।
এরই মাঝে সবুজ ঝোপে হঠাৎ এক রেড পান্ডা। বিরল এ প্রাণীর এক ঝলক দর্শনেই বিদেশিনীর বৃষ্টি ভেজা মন তখন পাগলপারা। সটাসট মোবাইলবন্দি করে ফেললেন একা মনে খেলে চলা রেড পান্ডাকে।
এদিন সকাল থেকেই দার্জিলিং ছেয়ে ছিল মেঘে। মেঘের কোলে রোদ হাসেনি একবারও। শুধু মাঝেমাঝে ঝিরিঝিরি বৃষ্টি। এমনই মনরোম পরিবেশে হাতে ক্যামেরা নিয়ে হিল কুইনের কোলে সারাটা দিন খেলা করলেন জাপান থেকে, ইজরায়েল থেকে আসা পর্যটকরাও। মাঝে মাঝে শীতল হাওয়ায় গরম চায়ে চুমুক। দিনের শেষে সবার মুখে একটাই শব্দ – আঃ ! কী শান্তি !