NBlive রায়গঞ্জঃ দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গিয়ে গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী। ধারালো অস্ত্রের আঘাতে আহত আরও এক পুলিশ। ঘটনাটু ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ডাঙাপাড়া এলাকায়। আহত দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হলেও মাথায় আঘাত লাগা পুলিশ কর্মী প্রবীণ গুরুঙের অবস্থা আশঙ্কাজনক্ক থানায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়ছে। গুলিবিদ্ধ অপর পুলিশ কর্মী পিন্টু বর্মণ চিকিৎসাধীন রয়েছেন ইসলামপুর হাসপাতালেই। ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ।
জানা গেছে, একাধিক অভিযোগে অভিযুক্ত সওদাগর নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে চোপড়ার ডাঙাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সওদাগরকে গ্রেপ্তার করতে যেতেই আচমকা পুলিশের উপর আক্রমন শুরু করে দুষ্কৃতীরা। গুলি, ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয় তারা। হাকলায় পুলিশ কর্মী পিন্টু বর্মন গুলিবিদ্ধ হন এবং প্রবীণ গুরুঙের মাথায় ধারালো অস্ত্রের কোপ পড়ে। এরপর রাতেই চোপড়া থানার বিশ পুলিশ বাহিনী গিয়ে সওদাগর সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, সওদাগর নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। এদিন তাকে গ্রেপ্তার করতে পুলিশ ডাঙাপাড়া এলাকায় পৌঁছলে আক্রমণ করা হয়। দুজন পুলিশ অফিসার আহত হয়েছেন। সওদাগরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে যুক্ত বাকিদের সন্ধানে এলাকায় তল্লাশি শুরু করেছে চোপড়া থানার পুলিশ।