Archiveপোর্টজিন

দুটি কবিতাঃ- সুমন মল্লিক

Nblive পোর্টজিনঃ

দুটি কবিতা
সুমন মল্লিক

 

জাদুছবি

দুপুরের তন্দ্রাচ্ছন্নতায় একটাই ছবি ফুটে ওঠে
বৃষ্টিভেজা শাল-পিয়ালের মাঝে কাঁপা কাঁপা
হাতের উথালপাথাল করা মনোলোভা মাধ্যাকর্ষণ ৷
আমার কুয়াশার কারুকাজে
এক আকাশ বোবা উন্মাদনা ঢেলে দেয় দৃষ্টিমিলন ৷
বেডশিটে প্রশ্রয়ের পরাগে লিখি
দিব্য তৃপ্তির শ্রীপঞ্চমী আলুথালু রোমাঞ্চের
স্বর্গীয় কুন্থন ও কুশল ৷
আমি সমুদ্রগুল্মের মতো দুলি আজিব সোহাগে
ঘোর কেটে গেলেও , রেশ থেকে যায় জাদুছবির ৷

 

 

প্রতীক্ষা

এখনও কি আঁধার নেমে এলে
দেখতে পাও আমার মুদ্রাদোষ ?
কে কাকে ভেঙেছি
কে কাকে গড়েছি জহুরির মতো
থাক্ সেসব প্রশ্নোত্তর এতদিন পর ৷
শুধু চোখ বুজে একটিবার ঝাঁপ দাও
অতি ব্যক্তিগত সেই সরোবরে ৷
দুহাত ভর্তি ক্ষমা নিয়ে দাঁড়িয়ে আছি…

Related News

Back to top button