দুটি কবিতাঃ দেবায়ুধ চট্টোপাধ্যায়

Nblive পোর্টজিনঃ

                            দুটি কবিতা          

                      দেবায়ুধ চট্টোপাধ্যায়

ত্রিকোণ

ভ্রান্তি হয় খালি শেফালী একফালি
আমিও বনমালী, যামিনী উন্মাদ
শয্যা পেতে মাঠে বিবশ বেলা কাটে
অরূপ কেচ্ছাতে সে আমি আর চাঁদ

আকাশলীনা

তোমার ঘুমের মধ্যে যারা রোজ স্বপ্ন দিয়ে যায়
আবার তাদের সঙ্গে দেখা হলে বোলো
আমাকেও বেশ কিছু চিত্রকল্প দিতে

রাত হল। লিখে যাচ্ছি, বারংবার একই একটা লেখা
ঘষছি, মাজছি, কাটছি, লিখছি যত
ততটা ফাগুন কেন আসেনি এখনও পৃথিবীতে?

তোমার তো প্রেমিক আছে, সে তোমাকে কী কী কথা লেখে?
কতবার লিখে কাটে? ক’খানা সুযোগ তাকে দাও?
তুমিও কি ইচ্ছেমতো যা চেয়েছ, পেয়েছ কোনোদিন?

আমি তো তোমাকে চাই, কবি হওয়া নেহাত সান্ত্বনা
ভালোবাসা দাও যদি মাইরি বলছি কিস্যু চাইবো না
ঢেউয়ে ঢেউ আকাশে আকাশ, সীমাহীন…

Exit mobile version