দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক শিশু, আহত পাঁচ ইটাহারে

NBlive রায়গঞ্জঃ দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো তিন মাসের এক শিশুর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ৩৪ নম্বর জাতীয় সড়কে উপর ইটাহারের মারনাই মোড় এলাকায়। ঘটনায় গুরুতর জখম হন পাঁচজন।  আহতদের উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। পরে অবস্থার অবনতি ঘটলে আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একই বাইকে দুই শিশুসন্তানকে নিয়ে মোট পাঁচজন গুলন্দর থেকে মারনাইয়ের শ্যামপুরে যাচ্ছিলেন এক দম্পতী। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ইটাহারগামী অন্য একটি মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয় দুই শিশু সহ পাঁচজন। আহতদের ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তিন মাসের শিশু সন্তান  সোনাইয়া আসমিনের মৃত্যু হয়। বাকি আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে ইটাহার থানার পুলিশ।

Exit mobile version