NBlive রায়গঞ্জঃ দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুর। ঘটনায় আহত দুই পক্ষের মোট ছয়জন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে আনা হয়েছে দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দুইদিন আগেই এলাকায় শান্তি বজায় রাখার উদ্দেশ্যে পুলিশের উদ্যোগে মিছিল করে সবকটি রাজনৈতিক দল। কিন্তু এরপর এদিন লক্ষ্মীপুর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ।
তৃণমূল কংগ্রেস নেতা জেলাপরিষদ সদস্য আজিজ আহমেদ অভিযোগ করে বলেন, তাদের দলের কর্মীরা লক্ষ্মীপুর বাজার এলাকায় কাজে গিয়েছিলেন৷ সেখানে কংগ্রেস কর্মীরা তাদের ধরে মারধর করে মোবাইল ও মোটরবাইক কেড়ে নেয়। অপরদিকে আজগর আলি নামে এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।