Archiveপোর্টজিন

তোমার অনুপস্থিতির ভিতর – শা ন্ত নু মি শ্র

Nblive পোর্টজিনঃ

তোমার অনুপস্থিতির ভিতর
শা ন্ত নু মি শ্র

 

ভারি শব্দগুলো ফাইনালি
স্থবির মোহনায়
প্রতিবেশীদের ঘরবাড়ি ডিঙিয়ে
মিশে যায় চা-পাতা রঙের শীতে

 

একটি নির্বিবাদী আঙুল
ব্রহ্মরন্ধ্র থেকে হেমন্ত নিয়ে আসে।
যেভাবে
দেবদারু গাছের বৃষ্টিশূন্য বুকে
জেগে থাকে নিকষ কালো রাত।

 

যে মেয়েটি স্বপ্ন দেখেনি কোনোদিন
জানে না রিখটার স্কেলের কাজ
সে চারাগাছ পাঠায় এ শহরে

কোনো উদাস সন্ধ্যার ঈষৎটুকু ছুঁয়ে
তোমার অনুপস্থিতির ভিতর
দেবীমূর্তি হয়ে ফোটে একেকটা ফুল।

 

শরীরের একান্ত ঝুলকালি নিয়ে
আমি শুকনো রাস্তার ধারে
অসুখের গন্ধ খুঁজে বেড়াই।

হাঁটতে হাঁটতে চলে যাই
কোনো এক কাল্পনিক রেখার মৃত্যুবোধে…
ঝিমধরা জোৎস্নার ওপারে

যেখানে দাঁড়িয়ে থাকো তুমি
সীমিত আলোর প্রস্তাবে

 

Related News

Back to top button