Archiveবিনোদন

ডেবিট কার্ডের ব্যবহার ক্রমশ বাড়ছে, জেনে নিন কিছু জরুরী বিষয়

Nblive অপরাজিতা জোয়ারদারঃ ডেবিট কার্ডের নতুন পিন পাওয়ার পর থেকে কার্ডের রক্ষণাবেক্ষণ – সবেতেই চার্জ কাটা হয় ব্যাঙ্কের তরফে। ক্যাশলেস জগতে এখন ডেবিট কার্ডের গুরুত্ব ক্রমশঃই বাড়ছে। ৪টি সংখ্যার পিন ব্যবহার করে সমস্তরকম আর্থিক লেনদেন সহজেই করা যায়। যদিও কখনো পিন ভুল হলে সেটিকে পুনরায় সঠিকভাবে দেওয়া প্রয়োজন। কিন্তু আপনি কি জানেন যে, স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া, আই সি আই সি আই ব্যাঙ্ক এবং এইচ ডি এফ সি ব্যাঙ্ক ডেবিট কার্ডের জন্য ২০০ থেকে ৩০০ টাকা ফি বাবদ নেয়। প্রোডাক্ট এবং সার্ভিস ট্যাক্স (জিএসটি) পৃথকভাবে নেওয়া হয়। এই চার্জগুলিতে আপনি আপনার ডেবিট কার্ড পরিবর্তন করতে পারবেন।

 

তবে কী কী চার্জ ডেবিট কার্ডে করা হতে পারে? ডেবিট কার্ড পরিবর্তন করা বা পুনরায় প্রক্রিয়াকরণের জন্য চার্জ কাটা হয়। এসবিআই এর কর্পোরেট ওয়েবসাইট অনুযায়ী ডেবিট কার্ড পরিবর্তনের জন্য ৩০০ টাকা ফি ধার্য করা হয়। আই সি আই সি আই ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী ২০০ টাকা ফি। অপরদিকে, এইচ ডি এফ সি ব্যাঙ্কের কার্ড পরিবর্তনের জন্য ২০০ টাকা ফি ধার্য করা হয়। ডেবিট কার্ড, ডেভিট কার্ডের অ্যানুয়াল অ্যাসেসমেন্ট চার্জ- ফ্রি, কোন ব্যাঙ্ক কত চার্জ গ্রহণ করে তা জেনে নেওয়া যাক। এসবিআই ক্ল্যাসিক ডেবিট কার্ডের অ্যানুয়াল অ্যাসেসমেন্ট চার্জ ১২৫ টাকা। আই সি আই সি আই ব্যাঙ্ক ডেবিট কার্ডের বার্ষিক কোনও চার্জ নেই। ব্যাঙ্ক কেবল কোলোনেল কার্ড ও কুরিয়ার এর জন্য একটি চার্জ নেয় যা ৪৯৯ টাকা। এদিকে, এইচ ডি এফ সি ব্যাঙ্কে প্ল্যাটিনাম কার্ডের জন্য ৭৫০ টাকা ফি চার্জ করা হয় । অন্যদিকে

ডেবিট কার্ড পিন জেনারেট করার জন্য এসবিআই ৫০ টাকা ও জিএসটি চার্জ করে ।
আই সি আই সি আই ব্যাঙ্ক ডেবিট কার্ড পিন পুনরায় জেনারেট করার জন্য ফি ২৫ টাকা । এই চার্জে ব্রাঞ্চ থেকে বা কাস্টমার কেয়ার-এর মাধ্যমে কোনও অ্যাপ্লিকেশন চালু করা যাবে না। এদিকে, এইচ ডি এফ সি ব্যাঙ্কের এ টি এম পিনটি জেনারেট করার জন্য ৫০ টাকা ফি দিতে হয়। গ্রাহক নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমে যদিও, ইনস্ট্যান্ট পিন তৈরি করলে কোনও চার্জ কাটা হয়না।

Related News

Back to top button