NBlive রায়গঞ্জঃ মশা বাহিত ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জের একাধিক বদ্ধ জলাশয় ও নর্দমায় গাপ্পি মাছ ছাড়ল জেলা মৎস দফতর। রায়গঞ্জ পুরসভার সহায়তায় বৃহস্পতিবার সকালে প্রায় এক হাজার গাপ্পি মাছ ছাড়া হয় কলেজপাড়া, দেবীনগর এলাকায়। জেলা মৎস দফতরের আধিকারিক বিদিশা মন্ডল, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সাধন বর্মন, স্যানিটারি ইন্সপেক্টর সুদেব দাস সহ এদিন উপস্থিত ছিলেন মৎস দফতরের কর্মীরাও।
উল্লেখ্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফলে ডেঙ্গু রোধে যথেষ্ট তৎপর রায়গঞ্জ পুরসভাও। শহর জুড়ে মশা মারার কামান দাগা থেকে শুরু করে নর্দমা ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে চালানো হচ্ছে পুরসভার পক্ষ থেকে। এই কর্মসূচী আগামীতেও চালু থাকবে বলে জানা গেছে।