Nblive অপরাজিতা জোয়ারদারঃ ২০১৩ সালে মুক্তি পেয়েছিল বিভূতিভূষণ বন্দোপাধ্যায় -এর উপন্যাস অবলম্বনে, কমলেশ্বর মুখার্জী পরিচালিত “চাঁদের পাহাড়”। ছবিতে প্রধান চরিত্র শঙ্করের ভূমিকায় অভিনয় করেছিলেন দেব। টলিউডে এমন দুঃসাহসিক অভিযানের গল্প ও তা পর্দায় ফুটিয়ে তুলতে অসাধারণ স্পেশাল এফেক্ট,সবই ছিল এই ছবিতে। আর মুক্তির পর থেকেই এর দ্বিতীয় ভাগ নিয়ে আগ্রহী ছিলেন দর্শকেরা।
অপেক্ষা ৪ বছরের হলেও দর্শকদের হতাশ করেননি পরিচালক কমলেশ্বর মুখার্জী। এবছরই ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে “আমাজন অভিযান”। এস.ভি. এফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির পোষ্টার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল শনিবার। আর এই পোষ্টার ভেঙে দিল সুপারহিট ছবি “বাহুবলী” র রেকর্ড।
এই ছবির পোষ্টার বাহুবলী ছবির পোষ্টার থেকেও বড়। মোহনবাগান মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, অভিনেতা সহ আরও কলাকুশলীরা। পোষ্টারটি ৬০,৮০০ স্কোয়ার ফিটের। প্রায় ২৫ কোটি বাজেটে নির্মিত “আমাজন অভিযান” কে এখনও পর্যন্ত বাংলা সিনামা জগতে সবচাইতে এক্সপেন্সিভ ছবি বলা হচ্ছে। ৯৭ মিটার দীর্ঘ(৩২০ ফিট) এবং ৫৮ মিটার বিস্তৃত (১৯০ ফিট) এই পোষ্টারটি ভিক্টোরিয়া মেমোরিয়াল এমনকি কুতুব মিমিনারের চাইতেও দীর্ঘ। প্রায় ৮০ জন মানুষ মাঠে সেট করেছেন বাংলা সিনেমার গর্ব এই পোষ্টারটিকে। ছবির প্রধান অভিনেতা দেব এদিন বলেন, এই পোষ্টার বাংলা ছবির এক ইতিহাস তৈরি করলো। পোষ্টারের মতই দর্শকরা এই ছবিকেও এতটাই ভালোবাসা দেবেন বলে আশা প্রকাশ করেন দেব। বাংলা ছবিকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে পৌছে দেওয়ার প্রোডাকশন টিমের এই প্রয়াস প্রশংসনীয়।অভিযাত্রী শঙ্কর (দেব) দুঃসাহসিক অভিযানের প্রতি টানে এবারে ব্রাজিলে আমাজন নদীর ধারে যায়।
আর এই অভিযান ঘিরেই ছবির গল্প। যদিও এবারে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের সৃষ্টি করা চরিত্র থাকলেও গল্প লিখেছেন পরিচালক কমলেশ্বর মুখার্জী। এখন এই ছবি মুক্তির অপেক্ষায় দর্শকমহল।