NBlive রায়গঞ্জঃ জাতীয় সড়কে দুর্ঘটনা ও অপরাধমূলক কাজকর্মে রাশ টানতে জেলাজুড়ে কড়া নজরদারীর ব্যবস্থা করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। সোমবার সাংবাদিকদের সামনে এমনই কথা জানালেন জেলার নতুন পুলিশ সুপার সুমিত কুমার। তিনি বলেন, জেলা জুড়ে দুই শতাধিক সিসি ক্যামেরা লাগানো হবে।
যার মাধ্যমে কড়া নজরদারী চালানো হবে জেলা জুড়ে। বাংলা বিহার ও ইন্দো-বাংলা সীমান্ত এলাকা হওয়ায় এই জেলায় অপরাধমূলক কাজকর্ম তুলনায় বেশি। এই সমস্যার সমাধান একদিন হওয়া সম্ভব নয়। তবে এই জেলার পুলিশ এই সমস্যা নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারেও বিশেষ অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।