ছাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার টোটো চালক, জেল হেফাজতের নির্দেশ

NBlive রায়গঞ্জঃ মূক ও বধির ছাত্রীর সাথে অশালীন আচরণ করার অভিযোগে গ্রেফতার এক টোটো চালক। ধৃত ওই টোটো চালকের নাম রামু সাহা। সে ভাতগড়া এলাকার বাসিন্দা শুক্রবার তাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। আদালতে পাঠানো হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বৃহস্পতিবার এক মূক ও বধির যুবতীকে উত্যক্ত করার অভিযোগ ওঠে টোটো চালকের বিরুদ্ধে। প্রতিবাদে রায়গঞ্জ পুরবাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্রীরা। দোষীদের গ্রেফতার করার আশ্বাসে পথ অবরোধ তুলে নিলেও প্রায় ঘন্টা খানেক রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখান স্কীল ইন্ডিয়া প্রকল্পের প্রশিক্ষণরত ছাত্রীরা।

অভিযুক্ত টোটো চালককে চিহ্নিত করে গ্রেফতার করার আশ্বাসে অবশেষে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ তুলে নেওয়া হয়। এরপরই ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার আইসি বলেন, অভিযুক্ত ওই টোটো চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠান হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Exit mobile version