“ছলনার ক্যানভাস থ্রি ডি আর্ট “
NBLive : ছবির ছলনা। ছলনা চোখের সাথে, মনের সঙ্গেও। তবে আশার ছলনে নয়, ছবির ছলনে ভুলে আপনি মুহুর্তে পৌঁছে যাবেন এক মায়াবী কল্পলোকে। বিমূর্তকে মূর্ত করা এ কলাবিদ্যার পোশাকি নাম “থ্রি ডি আর্ট”। অর্থাৎ থ্রি ডাইমেনশনে আঁকা ছবি। শিল্পীর হাতের মুন্সিয়ানায় সাধারণ দুচোখে দেখা দৃশ্যের অতিরিক্ত কিছু প্রতিভাত হবে আপনার সামনে। দেওয়ালের ক্যানভাস থেকে ছবির চরিত্র বেরিয়ে আসবে আপনার ধরাছোঁয়ার মাঝে।
আপনিও হয়ে উঠবেন সেই ছবির অঙ্গ। যা দেখে নিজের চোখকেও আর বিশ্বাস হবে না। মনে হবে সবই যেন তৃতীয় নয়নের খেলা। ছবির এই ছলা-কলা দেখতে হলে যেতে হবে দাক্ষিণাত্যে। সম্প্রতি চেন্নাইয়ে উন্মোচিত হয়েছে দেশের প্রথম থ্রি ডি আর্ট মিউজিয়াম। সৌজন্যে অসামান্য প্রতিভাসম্পন্ন শিল্পী এপি শ্রীথর। মোট ২৪ টি ছবি নিয়ে চেন্নাইয়ের ইষ্ট কোষ্ট রোডে তৈরি হয়েছে চোখ ধাঁধানো চিত্রশালা। ছবির এই সংগ্রহশালায় প্রবেশ করলে অন্তত একবার “সর্প-চুম্বন”, “হাতেনাতে অস্কার”, “পূর্বজর সাথে সেলফি” তুলতে চাইবেনই”।
তবে হ্যাঁ, এই মজা নিতে হলে আপনাকে ছবির ফ্রেমে ঢুকতে হবে। দাঁড়াতে হবে চিহ্নিত করে দেওয়া নির্দিষ্ট স্থানে। তাহলেই আপনি ও ছবির চরিত্র মিলেমিশে একাকার।