NBlive চোপড়াঃ বিগত দুইদিন আগেই শিলিগুড়ির বিধাননগরে রেলের নির্মীয়মাণ ওভারব্রীজের চারটি গার্ডার ভেঙে পড়ার খবরে চাঞ্চল্য ছড়ায়। তার রেশ কাটতে না কাটতেই এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ফ্লাই ওভারে ধসের খবরে আতঙ্ক ছড়ালো।
জানা গেছে, রবিবার চোপড়ার ওই ওভারব্রীজের একাংশ ধসে পড়ে। যা নিয়ে রীতিমতন আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ সহ চোপড়া ব্লক প্রশাসন। চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির আবেদিন জানিয়েছেন, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অবিলম্বে জেলা প্রশাসনের ফ্লাইওভারের ধসের বিষয়টি দেখা প্রয়োজন। খুবই বিপদজনক অবস্থায় রয়েছে ফ্লাইওভারটি। তিনি বিষয়টি স্থানীয় চোপড়া বিডিওকে জানিয়েছেন।
দক্ষিণবঙ্গের সাথে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ রক্ষাকারী ৩১ নম্বর জাতীয় সড়কের উপর চোপড়ার ফ্লাইওভারে ধস দেখা দেওয়ায় যেকোনও সময় তা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিত্যদিন হাজার হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী যান চলাচল করে এই ফ্লাইওভারের উপর দিয়ে। পাশাপাশি ফ্লাইওভারের নিচে গার্লস হাইস্কুল থাকায় আতঙ্ক ছড়িয়েছে ছাত্রীদের মধ্যেও।