Archiveরায়গঞ্জ

চার বছর আগের অপরাধ আজ প্রকাশ্য সভায় স্বীকার করলেন মুকুল

NBlive রায়গঞ্জঃ গত ২০১৩ এর পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ক্ষমতায় এসেছিল বাম-কংগ্রেস। ঠিক এক বছর বাদেই বাম ও কংগ্রেসের জেলা পরিষদ সদস্যদের ভাঙিয়ে বোর্ডের দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ভাঙাগড়ার অন্যতম প্রধান কারিগর ছিলেন তৃণমূলের তৎকালীন সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। আজ চার বছর পর সেই মুকুল রায়ই ঘোড়া কেনাবেচার সেই অপরাধ স্বীকার করলেন প্রকাশ্য জনসভায়।

এদিন তৃণমূলের দল ভাঙানোর খেলা প্রসঙ্গে বলতে গিয়ে মুকুল রায় বলেন, “এই উত্তর দিনাজপুরে জেলা পরিষদে তৃণমূল পেয়েছিল তিন থেকে চারটি আসন। এরপর ভাঙিয়ে ভুঙিয়ে সবাই মিলে আমরা ওদের (তৃণমূলকে) তৈরি করে দিয়েছিলাম জেলা পরিষদ। তাতে আমারও অংশ আছে। আমিও দোষী। তা না হলে ওঁরা এটা করতে পারতো না।”

এদিন হেমতাবাদে পঞ্চায়েতের ভোট প্রচারে এসে মমতাকে তুলোধোনা করে মুকুল বলেন “মমতার থেকে বড় বাণিয়া আর কেউ নেই। কারণ কেন্দ্রের থেকে ১টাকা কেজি দরে চাল কিনে রাজ্যের গরিব মানুষদের কাছে তা ২টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। এক টাকা লাগিয়ে এক টাকা লাভ। এর থেকে বড় বাণিয়া মুখ্যমন্ত্রী আর কোথায় আছে?”

Related News

Back to top button