Archiveরায়গঞ্জ

গোষ্ঠ উৎসবে রায়গঞ্জের পথে হাতি

Nblive রায়গঞ্জঃ প্রতিবছরের ন্যায় এবছরেও রায়গঞ্জ বন্দর এলাকায় শুরু হল গোষ্ঠলীলা উৎসব। প্রয়াত পন্ডিত গোপাল চন্দ্র মন্ডল প্রবর্তিত গোষ্ঠলীলা উৎসব এবছর ৯২ তম বর্ষে পদার্পন করল। গোষ্ঠলীলা উৎসব উপলক্ষে এদিন রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় নজরকাড়ে বিশালাকার সুসজ্জিত হাতি। এছাড়াও ঘোড়ার গাড়ি ও বেশ কয়েকটি ভ্যান রিক্সাকে রথের আকারে সাজিয়ে তাতে ছোট ছোট ছেলেমেয়েদের বিভিন্ন দেবদেবীর রূপে সাজিয়ে পরিক্রমা করানো হয়। বন্দর হাটখোলার গোষ্ঠলীলার সুদৃশ্য এই শোভাযাত্রা দেখতে রায়গঞ্জ শহরের রাজপথে হাজার হাজার মানুষ ভীড় করেন।

 

 

Related News

Back to top button