NBlive রায়গঞ্জঃ বিজেপি তৃণমূল সংঘর্ষ রায়গঞ্জের ভাগডুমুর এলাকায়। আহত একাধিক। গুলিবিদ্ধ এক। ধারালো অস্ত্রের আঘাতে আহত এক। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে বোমার আঘাতে জখম বিজেপি কর্মী
গুলিবিদ্ধ ওই যুবকের নাম সৌম্য সাহা। কানে ও পায়ে ধারালো অস্ত্রের কোপে আহত ওই যুবকের নাম লিপু সরকার। অভিযোগ বিজেপি তৃণমূল সমর্থকদের উপরে হামলা চালিয়েছে। এদিকে দেবা কর্মকার ও শঙ্কর সরকার নামে দুই যুবক ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। অভিযোগ বিজেপি তৃণমূল সমর্থকদের উপরে হামলা চালিয়েছে।