Nblive অপরাজিতা জোয়ারদারঃ সর্বাধিক খোঁজার নিরিখে গুগল ট্রেন্ডিং চার্ট ২০১৭ অনুযায়ী সবচাইতে এগিয়ে থাকলো “বাহুবলী ২ – দা কনক্লুশন”। বিনোদন বিষয়ের শ্রেষ্ঠ ১০ এ জায়গা করে নিয়েছে বলিউডের আরও ৬ টি ছবি। তবে সার্বিকভাবে ক্রিকেট এবং বলিউডই এগিয়ে আছে এই তালিকায়। বলিউডের বিগ বাজেটের এই ছবি একাধিক রেকর্ড ভেঙেছে আগেও। এবারে গুগলে ভাষার গণ্ডি ছাড়িয়ে সব চাইতে বেশি সার্চ করার তকমাও পেলো “বাহুবলী ২ – দা কনক্লুশন”।
এরপরই আই পি এল ও লাইভ ক্রিকেট স্কোর জায়গা করে নিয়েছে এই তালিকায়। “দঙ্গল” ও ” বদ্রীনাথ কি দুলহানিয়া “ও বাদ নেই এই তালিকা থেকে। অপরদিকে ” মুবারকা” ছবির ‘হাওয়া হাওয়া’ গানটিকে সর্বাধিক খোঁজা হয়েছে। এরপরই জায়গা করে নিয়েছে ‘মেরে রস্কে কমর’ গানটি, যা কিংবদন্তি নূসরত ফতেহ আলি খান গেয়েছিলেন এবং পরে রিক্রিয়েট করেন রাহত ফতেহ আলি খান। এছাড়াও গানের তালিকায় পিছিয়ে নেই ‘ডেসপাসিটো’ বা এড শিরান এর ‘শেপ অফ ইউ’।
সানি লিওনি এবছরও সর্বাধিক খোঁজার তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। বাদ নেই বিগ বস এর আরশি খান, স্বপ্না চোধুরী বা ইউটিউবে নিজের ফিউজন গানে ঝড় তোলা বিদ্যা ভক্স। অন্যদিকে সিবিএসই রেজাল্ট, উত্তর প্রদেশের নির্বাচন, জি এস টি এবং বাজেট ট্রেন্ডি খবরের তালিকায় জায়গা করে নিয়েছে। গুগল ব্যবহারকারী ভারতীয়রা আগ্রহ প্রকাশ করেছেন বিটকয়েন প্রাইজ, র্যানসমওয়ার, মিস ওয়ার্ড, বি এস থ্রি যান নিয়েও শেরেমনি নিয়েও। এছাড়াও জানতে চাওয়ার নিরিখে খোঁজা হয়েছে কীভাবে প্যান ও আধার লিঙ্ক করা যায়, জিও ফোন কেনা থেকে কীভাবে হোলির রঙ মুখ থেকে তোলা যায় পর্যন্ত।