Archiveবিনোদনরায়গঞ্জ

গীটার, গানে জমজমাট রায়গঞ্জের ছবির উৎসব, থাকল কিছু মুহূর্ত

 

সেমিনারে বক্তব্য রাখছেন আলোকচিত্র শিল্পী দেবপ্রতীম সাহা

 

সেমিনারে বক্তব্য রাখছেন আলোকচিত্র শিল্পী দেবব্রত সরকার

 

সেমিনারে বক্তব্য রাখছেন আলোকচিত্র শিল্পী অভিজিৎ সরকার

 

সেমিনারে বক্তব্য রাখছেন আলোকচিত্র শিল্পী সৌম্যদ্বীপ গুহ

 

 

সেমিনারে বক্তব্য রাখছেন বিখ্যাত চিত্র সাংবাদিক রূপক দে চৌধুরী

 

NBlive রায়গঞ্জঃ বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে একদিনের ছবির উৎসবে ব্যাপক সাড়া মিলল রায়গঞ্জে। রবিবার সকাল থেকেই এই উৎসবের সূচনা হয়। প্রথম ধাপে সেমিনারে আলোচনা হয় ফটোগ্রাফি নিয়ে বিভিন্ন বিষয়। সেখানে বার্ড ফটোগ্রাফি নিয়ে আলোচনা করেন উত্তরবঙ্গের বিখ্যাত আলোকচিত্র শিল্পী দেবপ্রতীম সাহা। মোবাইল ও ডিএসএলআর ক্যামেরার খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন অভিজিৎ সরকার। ফটো জার্নালিসম নিয়ে বক্তব্য রাখেন বিখ্যাত চিত্র সাংবাদিক রূপক দে চৌধুরী। ফটোগ্রাফির ইতিহাস নিয়ে আলোচনা করেন দেবব্রত সরকার ও ছবির ব্যাকরণ নিয়ে আলোচনা করেন সৌম্যদীপ গুহ।

 

 

উদ্বোধন ডিএফও দ্বিপর্ণ দত্ত ও ক্রেতা সুরক্ষা দফতরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্বপন রায়

 

 

প্রদর্শনী ঘুরে দেখছেন ডিএফও দ্বিপর্ণ দত্ত

 

প্রচন্ড গরম থাকার কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী ফটোগ্রাফির জন্য হাঁটার পরিকল্পনা বাস্তবায়িত না হলেও রবিবার সন্ধ্যায় ইন্সটিটিউট প্রাঙ্গনে জমে ওঠে চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। উদ্বোধন করেন ডিভিশনাল ফরেস্ট অফিসার দ্বিপর্ণ দত্ত ও ক্রেতা সুরক্ষা দফতরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্বপন রায়। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের চিত্রশিল্পীরা। চিত্র প্রদর্শনী দেখতে রবিবাসরীয় সন্ধ্যায় ইন্সটিটিউট প্রাঙ্গনে উপস্থিত হন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। ঘুরে দেখেন প্রদর্শনীর সকল ছবি। গীটার, গানে জমে ওঠা আড্ডাতেও বেশ কিছু সময় কাটান তিনি।

 

 

 

 

চিত্র প্রদর্শনীতে সাংসদ মহম্মদ সেলিম

 

মন্তব্য লিখছেন সাংসদ মহম্মদ সেলিম

 

চিত্র প্রদর্শনীতে সাংসদ মহম্মদ সেলিম

 

 

এদিকে প্রদর্শনীর সেরা ছবি বেছে নেওয়ার জন্য আয়োজন করা হয় ভোটের। দর্শকদের রায়কে মাথায় রেখে প্রদর্শনী থেকে বেছে নেওয়া হয় সেরা দুই ছবিকে। HINTERLAND PRINT ছবির জন্য শিলিগুড়ির আলোকচিত্র শিল্পী পঙ্কজ ঘোষ পান অর্থ পুরষ্কার। পাশাপাশি TOGETHERNESS ছবির জন্য রায়গঞ্জের তরুণী শিল্পী মণিদীপা সেনও পেয়েছেন পুরষ্কার।

 

পুরষ্কার হাতে মণিদীপা সেন

 

গীটার গানে জমজমাট আড্ডা

 

দুইজনের হাতেই তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও ক্যাশ অ্যাওয়ার্ড। মণিদীপা সেন বলেন, সদ্য ছবি তোলার শুরু আমার। এই সাফল্য আমাকে বাড়তি প্রেরণা জোগাবে। বিশ্ব ফটোগ্রাফি দিবসে এমন আয়োজনের জন্য ফটোসিন্থেসিসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

সাধারণের উপস্থিতি

 

সাধারণের উপস্থিতি

 

 

Related News

Back to top button