Archiveরায়গঞ্জ

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ইসলামপুরের বিধায়ক

NBlive রায়গঞ্জঃ ট্রাকের সাথে বিধায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষে
ইসলামপুর থেকে রায়গঞ্জ আসার পথে দুর্ঘটনার কবলে ইসলামপুরের বিধায়ক তথা ইসলামপুর পুরসভার পুরপতি কানাইয়ালাল আগরওয়াল। বোতলবাড়ি এলাকার খোয়াশপুরে দুর্ঘটনার কবলে পড়ে বিধায়কের গাড়ি। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। স্থানীয়দের তৎপরতায় আহত অবস্থায় বিধায়ককে উদ্ধার করে চিকিৎসার জন্য তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়।

এদিকে বিধায়কের দুর্ঘটনার খবর পেয়ে তরিঘরি হাসপাতালে পৌঁছান ইটাহারের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য, আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর,রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দিপ বিশ্বাস সহ তৃণমূলের অন্যান্য জেলা নেতৃত্ব। আহত বিধায়ককে দেখতে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন জেলা শাসক আয়েষা রানী ও পুলিশ সুপার শ্যাম সিং।

জেলা তৃণমূল সভাপতি বলেন, রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিষয়টি। বাইরে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন বাইরে নিয়ে যায়ার প্রয়োজন নেই।

আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর বলেন, আপাতত স্থিতিশীল অবস্থা রয়েছে বিধায়কের। আমরা তাঁর সাথে কথা বলেছি। মূলত মাথায় ও পায়ে চোট পেয়েছেন তিনি।

Related News

Back to top button