Archiveপোর্টজিন

গর্বের দিন রায়গঞ্জের, রাজ্য বর্ষসেরা পত্রিকার শিরোপা অর্জন করল ‘উন্মেষ’


Nblive রায়গঞ্জঃ রাজ্য বর্ষসেরা পত্রিকার শিরোপা অর্জন করেছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রায়গঞ্জ শাখা প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘উন্মেষ’। গত ১৪-১৫ অক্টোবর সংস্থার পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির বিংশতিতম রাজ্য অধিবেশনে বোলপুর শান্তিনিকেতনের নাট্যঘরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নির্মলেন্দু ও প্রভাবতী ব্রহ্মচারী স্মৃতি পুরষ্কার ২০১৭ স্বরূপ স্মারক ও শংসাপত্র রাজ্য সমিতির পক্ষ থেকে রায়গঞ্জ শাখা সম্পাদক স্বপন মজুমদারের হাতে তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। শান্তিনিকেতনের বিশ্বভারতী সংগীত ভবনের প্রাক্তন অধ্যক্ষ প্রবাদপ্রতিম রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ মোহন সিং খাঙ্গুরা ছিলেন অন্যতম অতিথি।


‘উন্মেষ’ প্রসঙ্গে শাখা সম্পাদক স্বপন মজুমদার বলেন, এই স্বীকৃতি প্রাপ্তি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় আমাদের কাছে। এই পত্রিকায় প্রকাশিত সকল লেখাই শাখার সদস্যদের সৃষ্টি। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের জেলা শাখাগুলির মধ্যে উত্তর দিনাজপুর প্রথম এই পুরষ্কার লাভ করায় খুশি শাখার সকল সদস্যরা।


১৯৩১ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে এই সম্মেলনের পথ চলা শুরু। শুধু বাঙালীদের মধ্যে নয়, বিভিন্ন ভাষাভাষী মানুষদের মধ্যে বাংলা ভাষার প্রচার, প্রসারের পাশাপাশি জাতীয় সংহতি ও ঐক্য দৃঢ়তর করাই এই সংগঠনের অন্যতম লক্ষ্য বলে জানান স্বপন বাবু। এই পুরষ্কার শুধু সংগঠনের সদস্য-সদস্যাদের মধ্যেই নয়, সাহিত্য সংস্কৃতি প্রেমী সকল মানুষের মধ্যে উৎসাহিত করবে বলেই মনে করছেন তিনি।

Related News

Back to top button