NBlive রায়গঞ্জঃ করণদিঘি হত্যাকান্ড ও নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করার ঘটনায় মূল অভিযুক্ত আলি শাহকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে বিহারের কিষানগঞ্জ থেকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে উত্তর দিনাজপুর পুলিশ। জানা গেছে, কিষানগঞ্জের একটি চায়ের দোকানে বসে ছিল আলি।।সেই সময় মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে সাদা পোষাকের পুলিশ গ্রেফতার করে আলিকে।
মঙ্গলবার রাতে করণদিঘি থানার গর্দানকাটা গ্রামের বাসিন্দা আলি শাহ এলাকার তাজিবুল হকের বাড়ি গিয়ে তার নাতনিকে ধর্ষণ করার চেষ্টা করে। সেই সময় নাতনির চিৎকারে ছুটে আসেন দাদু তাজিবুল হক ও তাঁর স্ত্রী সুন্দরী বিবি। সেসময় আলি শাহ পালাতে গেলে তাকে আটকাতে চেষ্টা করেন দাদু তাজিবুল হক ও দিদা সুন্দরী বিবি। বাধা পেয়ে আলি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কোপাতে থাকে তাজিবুলকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তাজিবুলকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন স্ত্রী সুন্দরী বিবি ও এক শিশু। চিৎকারে ছুটে আসে গ্রামের মানুষজন।
গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষেরা আহতদের করণদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সুন্দরী বিবির অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করণদিঘি থানার পুলিশ। এদিকে বুধবার রাতে জখম ওই শিশুরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।