Archiveবেঙ্গল লাইভ Special
গগনে সওয়ারী, ভেবেছেন কখনও
ওয়েব ডেস্ক: আপনার পকেটে কি মাত্র বিরাশি লক্ষ টাকা আছে? যদি থাকে তাহলে ৩ জন সহযাত্রী নিয়ে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যেতে আপনার মাত্র ৩৫ মিনিট সময় লাগবে। গুগল এর সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এর অন্য দুটি কোম্পানী জি এয়ারো এবং কিটি হক এই উড়ন্ত গাড়ী নির্মান করছে। স্থলে এর সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১২০ মাইল। আর গগনে ২০০ মাইল/ঘন্টা। তাহলে বলাই যেতে পারে যে, প্রফেসর শংকুর পর আরও অনেক ব্যোমযাত্রীর ডায়েরী পড়ার জন্য আমাদের এখন থেকেই তৈরি থাকতে হবে। অবশ্য আপনিও উড়ন্ত গাড়ীটি কিনে গগন বিহার করে লিখে ফেলতে পারেন আপনার নিজস্ব ব্যোমযাত্রার ভ্রমণ কাহিনি।