Archiveরায়গঞ্জ

খোঁজ মিলল সুরজিতের

NBlive রায়গঞ্জঃ প্রায় ২৪ ঘন্টা নিখোঁজ থাকার পর অবশেষে সুরজিৎ ব্যানার্জীর খোঁজ মিলল কলকাতা চিৎপুর রেলস্টেশনে। জানা গেছে, চিৎপুর জিআরপির হেফাজতে রয়েছে সে। পরিজনের উপর রাগ করেই বাড়ি ছেড়ে চলে যায় বলে সূত্রের খবর। সুরজিতের খবর মিলতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পরিজনেরা।

পরিবার সূত্রে জানা গেছে, বছর ২৬-এর সুরজিৎ হেমতাবাদে একটি গুদামে ডাটা এন্ট্রির কাজের সাথে যুক্ত। রায়গঞ্জ থেকে রোজ বাসেই যাতায়াত করে থাকে সে। বুধবার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ না পাওয়া গেলে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু বেশকিছু বার চেষ্টার পরেও সুরজিতের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সুরজিতের দাদা সুমিত ব্যানার্জী বলেন, ভাইয়ের খোঁজে তাঁর বন্ধুদের বাড়ি, নিকটবর্তী আত্মীয়দের সাথেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এরপরেই রায়গঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই বিভিন্ন জায়গায় সুরজিতের খোঁজ চালানো হলে শুক্রবার সকালে চিৎপুর রেলস্টেশনে তাঁর খোঁজ মেলে। পরিবার সূত্রে জানা গেছে, জিআরপির হেফাজতেই আপাতত রয়েছে সুরজিৎ।

Related News

Back to top button