Archiveবিনোদন

কেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মহারাজ? পড়ুন

Nblive অপরাজিতা জোয়ারদারঃ  সৌরভ গাঙ্গুলী বরাবরই তার আক্রমণাত্মক স্বভাবের জন্য পরিচিত।  বাংলার গর্ব, ভারতীয় দলের এই বিখ্যাত  অধিনায়ক সুন্দরভাবে নিজের দলকে পরিচালনা করেছেন। নিজের মতামত প্রকাশ করতে কখনও দ্বিধা বোধও করেননি তিনি। তাঁর মধ্যে সেই দক্ষতা ছিল যা ভারতীয় দলের মনোবল বাড়িয়ে জয়ের দিকে অগ্রসর করে তুলতো।

তবে ২০০৮ সালে তার আকস্মিক অবসরের ঘোষণায় বিস্মিত হয়ে পরে বিশ্বের ক্রিকেট প্রেমীরা। যদিও এই অবসরের কারণ নিয়ে কখনও কথা বলেননি তিনি। তবে এবারে তাঁর আকস্মিক অবসরের কারণ জনসমক্ষে নিয়ে আসতে চলেছেন মহারাজ। তাঁর প্রথম লেখা বই ” এ সেঞ্চুরি ইজ নট এনাফ” -এ প্রকাশ পেতে চলেছে অবসরের প্রকৃত কারণ। চলতি মাসের শেষ দিকে প্রকাশিত হচ্ছে এই বই।

সম্প্রতি জগরনট পেজ-এ বই এর প্রিভিউ প্রকাশ করলেন তিনি। এই প্রিভিউতে সেই সব বিষয়ের উল্লেখ ছিল যা সৌরভ গাঙ্গুলীর ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি এনেছে। তিনি জানান, ভারতীয় স্কোয়াড থেকে নিজেকে দূরে আনার সিদ্ধান্ত তাঁকে বুঝিয়েছে নির্বাচক কমিটি কী ভাবছেন তাঁর সম্পর্কে। “আমাকে  বাদ দেওয়া হচ্ছে” -এমন প্রশ্নও নিজেকে করেছেন মহারাজ। এই ঘটনায় ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলীর যেন মোহভঙ্গ ঘটেছিল সেসময়।

এতটাই আশাহত হয়েছিলেন প্রাক্তন অধিনায়ক,  যে তিনি স্কিপার অনিল কুম্বলেকেও জিজ্ঞেস করেছিলেন – তাঁকে কেন বাদ দেওয়া হলো?  কুম্বলে উত্তরে বলেছিলেন, সিলেকশন কমিটির দিলীপ বেঙ্গসরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। এরপর ডমেস্টিক ক্রিকেট খেলে সিলেক্টরদের কাছে দৃষ্টান্ত স্থাপনের পরামর্শ মেনে ফের খেলায় মরিয়া হয়ে পড়েন তিনি। একটি ক্রিকেট ট্যুর্নামেন্টের খোঁজেই ছিলেন তিনি। সেসময় চন্ডিগড়ের  জেপি আত্রেয়ী মেমোরিয়াল এ খেলার একটি দল পাওয়ার জন্য গাঙ্গুলী কথা বলেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সক্রিয় ব্যক্তিত্ব এমপি পান্ডবের সাথে।

শেষ সময়ে অনুরোধ করলেও তিনি যথেষ্ট দায়িত্বের সাথে বিবেচনা করেছিলেন।এটা তাঁর ক্যারিয়ার জীবনের খুবই কঠিন পরিস্থিতি ছিল। এরপর অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজে তাঁর সিলেকশন হয়। কিন্তু সিলেকশন বোর্ডের পক্ষ থেকে জানানো হয় তাঁকে ট্রায়ালে রাখা হচ্ছে। এই ঘটনা সৌরভ গাঙ্গুলীর অবসরের সিদ্ধান্তে দৃঢ়তা আনে। তিনি তাঁর বইতে লেখেন, অনেক হয়েছে, কাউকে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবেন না তিনি। এরপরই তিনি কুম্বলে কে জানান,তিনি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন,  খুব শীঘ্রই অবসর নেওয়ার কথা ঘোষণা করবেন তিনি।

Related News

Back to top button