NBlive রায়গঞ্জঃ কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত সরকারি আইনজীবী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে। মৌখিক অভিযোগ জানিয়েছেন আক্রান্ত আইনজীবী নীলাদ্রী সরকার।
নীলাদ্রী বাবু বলেন, গতরাতে, উকিলপাড়া এলাকার একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে নৈশভোজ সেরে বাড়ি ফেরার জন্য মোটরবাইক পার্কিং জোন থেকে নেওয়ার উদ্দেশ্যে বেরোনোর সময় এলাকায় কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁদের দিকে এগিয়ে আসেন। নীলাদ্রী বাবুর অভিযোগ, আচমকাই, কোনও প্ররোচনা ছাড়া গুলি করে হত্যা করার হুমকি দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ধাক্কাও দেওয়া হয় তাঁকে। রাতেই রায়গঞ্জ থানার আইসিকে ফোন করে অভিযোগ জানান বলে জানিয়েছেন রায়গঞ্জ আদালতে কর্মরত সরকারি আইনজীবী নীলাদ্রী সরকার।