Archiveরায়গঞ্জ

কিশোরীর মৃত্যু, কর্তব্যে গাফিলতির অভিযোগ

NBlive রায়গঞ্জঃ হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতা কিশোরীর নাম রুপা মন্ডল ( ১২) । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সুবিচারের দাবী জানিয়েছে মৃতা কিশোরীর পরিবার।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা সুভাষগঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী রুপা মন্ডল রবিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, গতকাল রাতে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে রাউন্ডে এলেও রুপাকে একবারের জন্যও দেখেননি। আজ বেলা ১২ টার সময় কর্তব্যরত ওই চিকিৎসক রাউন্ডে আসার আগেই মৃত্যু হয় রুপা মন্ডল নামের ওই কিশোরীর।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন  মৃতার পরিজনেরা। মৃতা কিশোরী রুপার আত্মীয় বিকাশ মন্ডল অভিযোগ করেন, গতকাল রাতে ওই কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখলে এই ঘটনা ঘটত না। চিকিৎসকের সম্পূর্ণ গাফিলতির কারনেই তাদের রোগীনীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিশোরী মৃত্যুর ঘটনায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। পরে মৃতার পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপারের কাছে কর্তব্যরত ওই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে লিখিত অভিযোগ জানানো হয়েছে।  এব্যাপারে হাসপাতাল সুপার  গৌতম মন্ডল জানিয়েছেন, মৃতার পরিবারের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related News

Back to top button